ショーツ 作成
১৯ নভেম্বর—ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন।
তাঁর নেতৃত্ব, দৃঢ়তা ও ঐতিহাসিক সিদ্ধান্ত আজও ভারতের রাজনীতিকে প্রভাবিত করে।
এই ভিডিওতে জানুন ইন্দিরা গান্ধীর জীবনী, নেতৃত্ব এবং তাঁর গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে।
👉 Topics Covered:
Indira Gandhi Biography
Indira Gandhi Birthday Special
Iron Lady of India
Indian Political History
👇 Hashtags:
#indiragandhi #indiragandhibirthday #ironlady #historyshorts #todayinhistory
শ্রীকৃষ্ণ বাণী মানুষের জীবনের পথপ্রদর্শক। তাঁর বচন শিক্ষা দেয় সাহস, ধৈর্য, সততা ও ভক্তি। তিনি বলেন—অতীত নিয়ে দুঃখ কোরো না, ভবিষ্যৎ নিয়ে ভয় কোরো না; বর্তমানেই করণীয় করো। কর্মই তোমার অধিকার, ফল নয়। যে নিজেকে জেতে, সে-ই সত্যিকারের বিজয়ী। রাগ, লোভ ও অহংকার মানুষকে অন্ধ করে, আর নিঃস্বার্থতা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী মনে করিয়ে দেয়—অন্যের হৃদয় না কষ্ট দিয়ে সৎপথে চলাই জীবনের প্রকৃত ধর্ম।





